ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
ভয়েস ও ভিডিও কল নিয়ে আসছে জিমেইল
টেক এক্সপ্রেস ডেস্ক:
জিমেইলকে শুধু আক্ষরিক বার্তা আদান-প্রদানের গণ্ডি থেকে বের করে আনতে চাইছে গুগল। সম্প্রতি বড় মাপের এক ওয়ার্কস্পেস আপডেটের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ওই আপডেটটি জিমেইল মোবাইল অ্যাপে গুগল মিটের মাধ্যমে সরাসরি কলিং সুবিধা নিয়ে আসবে। বড় পর্দায় কোনো কলের উত্তর দিতে চাইলে ফিচারটি কম্পিউটারে “চিপ” পাঠিয়ে দেবে বলে উঠে এসেছে এনগ্যাজেটের প্রতিবেদনে।
গুগলের ভাষ্যে, হাইব্রিড কর্ম পরিবেশে “স্বতঃস্ফুর্ত” অফিস চ্যাটিংয়ের কাছাকাছি বলা চলে ফিচারটিকে। ওয়ার্কস্পেসের পরিবর্তনটি বড় ধরনের নতুন নকশা নিয়ে আসছে জিমেইলে। ফলে মেইল সেবাটি এখন অন্যান্য কর্মকাণ্ডের কেন্দ্রতেও পরিণত হবে। ‘স্পেসেস’ নামে গুগলের এক সেবা চোখে পড়বে জিমেইল ব্যবহারকারীদের যা আসলে রুমস চ্যাট চ্যানেলের বর্ধিত এবং নাম পরিবর্তিত এক সংস্করণ।
এছাড়াও ইমেইল, চ্যাট, স্পেসেস এবং মিটের মধ্যে ন্যাভিগেশনও আগের চেয়ে সহজ হবে বলে জানাচ্ছে এনগ্যাজেটের প্রতিবেদন। এন্টারপ্রাইজ সংস্করণের ব্যবহারকারীরা বুধবার থেকেই পরিবর্তনগুলো দেখতে পাচ্ছেন। অন্যদিকে, সাধারণ জিমেইল ব্যবহারকারীদের এটি পেতে অপেক্ষা করতে হবে, তারা আরও পরে পাবেন আপডেটটি। কর্মী অফিসে আছেন, না কি ভার্চুয়ালি কাজ করছেন, সে বিষয়টিও জানানোর নতুন অপশন চোখে পড়বে ব্যবহারকারীদের।
এছাড়াও মিটে দেখা মিলবে ‘কমপ্যানিয়ন মোডের’ যা কনফারেন্স রুমের অডিও-ভিজুয়াল হার্ডওয়্যার ব্যবহার করতে দেবে ব্যবহারকারীকে। মাইক্রোসফট আউটলুকের মতো জিমেইল-ও সব অফিস যোগাযোগের গেটওয়ে হয়ে উঠেছে। শুধু ইমেইল আর অনিয়মিত বৈঠকের মধ্যে সীমাবদ্ধ নেই বিষয়টি। ফলে সরাসরি অফিস অ্যাপসের সঙ্গে গুগলের প্রতিযোগিতায় নামার ঘটনাটি অবাক করার মতো কিছু নয়। – মন্তব্য এনগ্যাজেটের।
This Post Has 0 Comments