ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
মঙ্গল গ্রহে পানির সন্ধান!
প্রযুক্তি ডেস্ক: মঙ্গল গ্রহে লবণাক্ত পানির প্রবাহ রয়েছে বলে দাবি করেছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। ফলে সেখানে প্রাণের অস্তিত্ব থাকার ব্যাপারে নতুন আশার সঞ্চার হয়েছে।
সোমবার নাসার বিজ্ঞানীরা এক সংবাদ সম্মেলনে জানান, গত গ্রীষ্মকালে মঙ্গল গ্রহে লবণাক্ত পানি প্রবাহের সম্ভাবনার প্রমাণ পেয়েছেন তারা। নাসার সায়েন্স মিশনের সহযোগী পরিচালক জন গ্রুন্সফেল্ড বলেন, পানি পাওয়ার অর্থ হচ্ছে এতে হাইড্রোজেন এবং অক্সিজেন রয়েছে যা রকেটের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।
এছাড়া মঙ্গল গ্রহে পারক্লোরেট নামের এক বিশেষ ধরণের লবণের প্রাচুর্য রয়েছে যা রকেটের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এই আবিষ্কার ভবিষ্যতের মঙ্গল অভিযানকে আরও সহজ করবে বলে মত বিজ্ঞানীদের।
This Post Has 0 Comments