তরুণদের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা ভিভো উদ্ভাবনে নজর দিয়েছে। এরই অংশ হিসেবে এবার…
রিলায়েন্স নিয়ে আসছে সস্তা স্মার্টফোন
নিউজ ডেস্ক:
ভারতের সবচেয়ে বড় টেলিকম সংস্থা রিলায়েন্স অনেকগুলো নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারে। প্রতিষ্ঠানটির ৪৪তম বার্ষিক রিলায়েন্স এজিএম ২০২১ অনুষ্ঠানে নতুন প্রডাক্ট বাজারে নিয়ে আসবে বলে জানা গেছে ভারতীয় গণমাধ্যমের খবরে। ২৪ জুন অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠানটির এজিএম। ইউটিউবে সরাসরি লাইভ হবে গোটা অনুষ্ঠান।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ফাইভ-জি সম্পর্কিত ঘোষণা হতে পারে বলে আশা করা হচ্ছে। অনুমান করা হচ্ছে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এ বছর সস্তায় জিও ফাইভ-জি ফোন এবং জিও ফাইভ-জি লঞ্চের তারিখসহ অনেকগুলো গ্যাজেট লঞ্চের ঘোষণা করতে পারেন। রিলায়েন্স জিও ফাইভ-জি স্মার্টফোন এবং জিওবুক ল্যাপটপ চলতি মাসেই আসছে বাজারে।
রিলায়েন্স জিও গত বছর ঘোষণা করেছিল, গুগল-জিও গাঁটছড়া বেঁধেছে। এই সংস্থা ভারতে সবচেয়ে সস্তা জিও ফাইভ-জি ফোন আনতে চলেছে। আগামীতে জিও ফাইভ-জি ফোনের জন্য একটি ফোর্কড ভার্সনে কাজ করবে। এই ফোন এখনো পর্যন্ত ভারতের সবচেয়ে সস্তা ফাইভ-জি ফোন হয়ে উঠতে চলেছে। সূত্র : জি-নিউজ।
This Post Has 0 Comments