তরুণদের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা ভিভো উদ্ভাবনে নজর দিয়েছে। এরই অংশ হিসেবে এবার…
রেনো৫ ও এ১৫এস ফোনের দাম কমাতে যাচ্ছে অপো
নিউজ ডেস্ক:
দুটি মডেলের স্মার্টফোনের দাম কমিয়েছে অপো। মডেল দুটি হলো রেনো৫ এবং এ১৫এস। অফারের আওতায় রেনো৫ তিন হাজার টাকা কমে ৩২,৯৯০ টাকায় এবং এ১৫এস এক হাজার টাকা কমে ১২,৯৯০ টাকায় কেনা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রেনো ৫ ডিভাইসটিতে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের রিয়ার কোয়াড ক্যামেরা, ৪,৩১০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটি ৫০ ওয়াটের ফ্ল্যাশ চার্জোরের সহায়তায় ৩১ মিনিটে ৮০ শতাংশ চার্জ নেবে। স্ন্যাপড্রাগন ৭২০ চিপসেটের ডিভাইসটিতে রয়েছে ৮জিবি র্যাম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট।
অন্যদিকে ৬৪ জিবি স্টোরেজ ও ৬.৫২ ইঞ্চি পর্দার এ১৫এস ডিভাইসটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ও সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৪,২৩০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
দেশব্যাপী অপো’র সকল আউটলেটসহ দারাজ ও পিকাবু’র মতো ই-কমার্স সাইট থেকেও হ্রাসকৃত মূল্যে ডিভাইস দু’টি কেনা যাবে।
This Post Has 0 Comments