ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
সব কর্মীদেরকে দূরবর্তী কাজের সুবিধা দিচ্ছে ফেসবুক
নিউজ ডেস্ক:
মহামারী শেষ হলেও যদি বাসা থেকে কাজ সারা যায়, তাহলে ফেসবুকের কর্মীরা তা চালিয়ে যেতে পারবেন। তবে কর্মীদের কেউ যদি কিছুটা কম ব্যয়বহুল অঞ্চলে বসবাস শুরু করেন, তাহলে তাদের বেতন কিছুটা কাটা হতে পারে। খবর ব্লুমবার্গ।
গত বুধবার ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কভিত্তিক কোম্পানিটি জানায়, ১৫ জুন থেকে ফেসবুকের কর্মীরা বাসা থেকে কাজের অনুরোধ করতে পারবেন। তবে তারা যেন মাঝেমধ্যে অফিসে যান এবং পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিতে কাজ করেন সে অনুরোধও রাখা হয়।
সেপ্টেম্বর নাগাদ অন্তত ৫০ শতাংশ সক্ষমতায় যুক্তরাষ্ট্রের সব অফিস চালু করতে চায় ফেসবুক। এছাড়া অক্টোবরের মধ্যে পুরো সক্ষমতায় কার্যক্রম চালুর পরিকল্পনা করছে মার্ক জাকারবার্গ নেতৃত্বাধীন কোম্পানিটি।
গত ৩১ মার্চ নাগাদ ফেসবুকের কর্মী সংখ্যা ৬০ হাজারেরও বেশি। গত বছর করোনা মহামারীর পর থেকে ফেসবুকের অধিকাংশ কর্মীই বাসা থেকে কাজ চালিয়ে যাচ্ছেন। করোনা মহামারী বৈশ্বিক কোম্পানিগুলোকে নতুন বাস্তবতার সামনে নিয়ে এসেছে। ফেসবুক সিইও গত বছর জানিয়েছিলেন, আগামী ৫-১০ বছরে তাদের মোট কর্মীর ৫০ শতাংশই বাসা থেকে কাজ করবে।
This Post Has 0 Comments