ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
সহজে স্টিকার খোঁজার ফিচার আসছে হোয়াটসঅ্যাপে
নিউজ ডেস্ক:
জনপ্রিয়তা বাড়াতে হোয়াটসঅ্যাপ নিরন্তর চেষ্টা চালাচ্ছে। তাই নতুন নতুন ফিচার নিয়ে আসছে তরুণ প্রজন্মের গ্রাহকদের মন জয় করতে। হোয়াটসঅ্যাপ এখন কাজ করছে স্টিকার খোঁজার ফিচার নিয়ে।
২০১৮ সালে হোয়াটসঅ্যাপ লঞ্চ করেছিল স্টিকার ফিচার। তখন থেকেই বেশ জনপ্রিয় এই ফিচারটি। তারপর বেশকিছু পরিবর্তন এসেছে এই স্টিকার ফিচারটিতে। সেই সঙ্গে নিত্যনতুন স্টিকারও যোগ হয়েছে। সম্প্রতি হোয়াটসঅ্যাপ লঞ্চ করেছিল অ্যানিমেটেড স্টিকার।
বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা স্টিকারের মাধ্যমে নিজেদের মনের ভাব প্রকাশ করেন। স্টিকার ফিচারটি আসায় হোয়াটসঅ্যাপে চ্যাটিং করার মজা আরও বেড়ে গেছে। তবে অনেক সময় ব্যবহারকারীদের এতে সমস্যায়ও পড়তে হয়।
নতুন নতুন স্টিকার প্যাকের মধ্যে থেকে অনেক সময়ই নিজের পছন্দমতো স্টিকারটি খুঁজে পেতে অসুবিধা হয়। এবার সমস্যার সমাধান করতে একটি নতুন ফিচারের ওপর কাজ করছে, যা অ্যাপটিতে চটজলদি স্টিকার অনুসন্ধান করা আরও সহজ করে তুলবে।
This Post Has 0 Comments