তরুণদের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা ভিভো উদ্ভাবনে নজর দিয়েছে। এরই অংশ হিসেবে এবার…
‘সার্ভিস ডে’ পালন করছে অপো বাংলাদেশ
নিউজ ডেস্ক:
গ্রাহক সেবার লক্ষ্যে ‘সার্ভিস ডে’ পালন করতে যাচ্ছে অপো বাংলাদেশ। সারাদেশে অনুমোদিত সব অপো সেন্টারে ১০-১২ জুন পর্যন্ত সার্ভিস ডে পালন করবে প্রতিষ্ঠানটি। এই তিনদিন অপো তার ভক্ত ও ব্যবহারকারীদের স্মার্টফোন সংশ্লিষ্ট নানা ধরনের সেবা দেবে।
আয়োজনটি সম্পর্কে অপো বাংলাদেশ জানিয়েছে, এই সেবা শুধু ফোনের পার্টস মেরামতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দীর্ঘমেয়াদে গ্রাহকের চাহিদা বুঝে তাকে সন্তুষ্ট করার উদ্যোগ রয়েছে প্রতিষ্ঠানটির। গ্রাহকরা অপোর সার্ভিস সেন্টার প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তিনি সেবা কার্যক্রমের অন্তর্ভূক্ত হয়ে যাবেন।
সার্ভিস ডে উপলক্ষে অপো’র সব ফোন রক্ষণাবেক্ষণে (মেইনট্যানেন্স) ১০-৩০% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এ সময় ফোনের দীর্ঘায়ু নিশ্চিতে পুরো স্মার্টফোনটি ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে নেওয়ার সুযোগ রয়েছে। যারা যন্ত্রাংশ কিনবেন তারাও ১০ শতাংশ ও আইওটি ডিভাইসে ৫% ছাড় পাবেন।
এর বাইরেও অপো ভক্তদের বিনামূল্যে প্রোটেকটিভ ফিল্ম এবং ফ্রি সফটওয়্যার আপগ্রেড ও ফোন জীবাণুমুক্ত করার সেবা থাকবে।
This Post Has 0 Comments