ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
সেপ্টেম্বর থেকে অফিসে ফিরতে হবে আইবিএম কর্মীদের
নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে কর্মরত কর্মীদের আগামী সেপ্টেম্বর থেকে অফিসে ফিরতে বলেছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস করপোরেশন (আইবিএম)। প্রধান মানবসম্পদ কর্মকর্তা নিকল লামোরের একটি চিঠির বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে। খবর ব্লুমবার্গ।
গত ৭ সেপ্টেম্বর কর্মীদের কাছে পাঠানো এক মেমোতে লামোরে লেখেন, কভিড-১৯-এর ভ্যাকসিনের সহজলভ্যতা ও সার্বিক স্বাস্থ্য পরিস্থিতির উন্নতির কারণে আগামী সেপ্টেম্বর থেকে পুরোদমে অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে আইবিএম।
বর্তমানে আইবিএমের অফিসে যারা কাজ করছেন, তারা ভ্যাকসিন দিক বা না দিক সবার জন্যই মাস্ক বাধ্যতামূলক। তবে অফিস চালু হলে কিছু বিধিনিষেধের পাশাপাশি ভ্যাকসিন নেয়া কর্মীরা মাস্ক ছাড়াও কাজ করতে পারবেন। এখনো যেসব কর্মী ভ্যাকসিন নেননি, তাদের শিগগিরই তা নেয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে।
গত মার্চে আইবিএমের সিইও অরবিন্দ কৃষ্ণ আশা প্রকাশ করেন, মহামারী শেষে ৮০ শতাংশ কর্মীকে একটি হাইব্রিড মডেলে যুক্ত করা হবে। দূরবর্তী কাজ পারস্পরিক সম্পর্ক মজবুতে সহায়ক নয় এবং এটা কর্মীদের বিকাশ ব্যাহত করে। ১৭৫টি দেশে আইবিএমের ৩ লাখ ৪৫ হাজার কর্মী কাজ করছেন।
This Post Has 0 Comments