ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
সোস্যাল মিডিয়াগুলোকে স্থানীয়ভাবে লাইসেন্স নিতে বলছে নাইজেরিয়া
নিউজ ডেস্ক:
নাইজেরিয়ায় পরিচালিত হওয়া সোস্যাল মিডিয়া কোম্পানিগুলোকে স্থানীয়ভাবে লাইসেন্স সংগ্রহ করতে হবে। বুধবার এক সরকারি ঘোষণায় এ নির্দেশনা দেন দেশটির তথ্যমন্ত্রী লাই মোহাম্মদ।
গত সপ্তাহে প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারির একটি টুইট সরিয়ে দেয়ার দুদিন পর নাইজেরিয়ায় টুইটারকে ব্লক করে দেয়া হয়।
সর্বশেষ ঘোষণায় তথ্যমন্ত্রী লাই মোহাম্মদ বলেন, আপনারা যদি নাইজেরিয়ায় কাজ করতে চান, তাহলে প্রথমে আপনাকে নাইজেরীয় কোম্পানি হতে হবে এবং সম্প্রচার কমিশনে লাইসেন্স নিতে হবে। -রয়টার্স।
This Post Has 0 Comments