skip to Main Content
01757-856855, 01521-464854, 01752-684000 contact@pearlit.net Open 7AM - 8PM

মস্তিষ্কের নেই নারী-পুরুষ ভেদাভেদ

brain-‘নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ’- মৌচাক ছবিতে গানে গানে এ কথা বলেছিলেন মিঠু মুখোপাধ্যায়৷ সে যাত্রা অবশ্য উত্তমকুমার-রঞ্জিত মল্লিকের ষড়যন্ত্রে, দাড়ি কাটার প্রশ্নে হার মানতে হয়েছিল তাকে৷ কিন্তু বাস্তবে বিজ্ঞানীরা বলছেন, আরও মারাত্মক প্রমাণ তাদের হাতেই আছে৷ আসলে মানুষের মস্তিষ্কেরই পুরুষ বা নারীর কোনও ভেদাভেদ নেই৷ অর্থাৎ সব মানুষেরই মস্তিষ্ক মোটের উপর সমান৷

পুরুষ ও নারীর ব্যবহার থেকে মানসিকতা, চিন্তাভাবনায় হাজারো ফারাক৷ সেই নিরিখে ধারণা করা যেতে পারে, পুরুষ ও নারীর মস্তিষ্কের গড়ন বোধহয় আলাদা৷ কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা জানাচ্ছেন, মস্তিষ্কের গঠনতন্ত্রে এরকম কোনও ভেদাভেদ নেই৷ ১৬৯ পুরুষ-মস্তিষ্ক ও ১১২ নারী-মস্তিষ্ক নিয়ে গবেষণা করেন একদল গবেষক?

ঠিক কোন কোন জায়গায় তা আলাদা হয়ে যায় তা নিয়েই চুলচেরা বিচার করেন তারা৷ ম্যাগনেটিং রেজোনেন্স ইমেজিং বা এমআরআই পদ্ধতির সাহায্যে এ কাজ করেন তারা৷ প্রাথমিক পরীক্ষায় মস্তিষ্কের অন্তত ১০টি অঞ্চলে ৩৩ শতাংশ ফারাক নজরে আসে৷

আরও বিস্তারিত গবেষণায় এই ফারাকের পরিমাণ ক্রমশ কমতে থাকে৷ দেখা যায়, পুরুষ বা নারীর মস্তিষ্কে ফারাক বলতে মোটে ৬ শতাংশ৷ অর্থাৎ ১০০টির মধ্যে মাত্র ৬টি মস্তিষ্ট পাওয়া যায়, যেগুলো নির্দিষ্টভাবে পুরুষের ধর্ম মানে কিংবা নারীর৷

এরপর ২৬ বছর বয়সী মস্তিষ্কের উপর পরীক্ষা চালাতে গিয়ে দেখা যায়, এ ধরনের নির্দিষ্ট মেরুকরণসম্পন্ন মস্তিষ্ক মোটে ২.৪ শতাংশ৷ এই গবেষণায় স্পষ্টতই প্রমাণ মিলছে, মানুষের মস্তিষ্কের কোনও লিঙ্গভেদ সেই অর্থে নেই৷ তফাৎ তৈরি হয় অন্য বিষয়ে৷ লিঙ্গভেদ নিয়ে মানুষের মাতামাতি এই গবেষণা হয়ত অনেকটাই কমিয়ে দেবে, এমনটাই মনে করছেন উইমেন স্টাটিজের বিশিষ্ট অধ্যাপিকা জর্ডন ইয়ং৷

Shahadat Hossen

Shahadat Hossen

Hello! I’m Md. Shahadat Hossen. I'm a Journalist, Web Designer, Entrepreneur, Founder at Tech Express & Pearl IT Limited. I started journalism from 2012. In the 2018, started Web Development Company Pearl IT. As a Journalist i Work Bangladeshi popular and oldest online news portal Bangladesherpatro.com. He was worked Dainik Desherpatro, The Dhaka Daily.

This Post Has 0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *